রাজবাড়ীতে ভোক্তা অধিকার বাস্তবায়নে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

ভোক্তা অধিকার বাস্তবায়নে রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


বুধবার (১৭ মে) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ডি কাজী রকিবুল হাসান এর নেতৃত্বে  জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট ও মকবুলের দোকান  এলাকার  বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


ওইসময় সরকারী বিধি বিধান  মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের  মালিকগণকে  নির্দেশনা প্রদান করা হয়।

সেইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪৫ ও ৫১ধারা লঙ্ঘনে এবং অপরাধ স্বীকার করায় ভাই ভাই খাজা ও শোন পাপড়ি প্রতিষ্ঠান মালিক  মোঃ হাফিজ মোল্লা, নান্নু স্টোর  মালিক  মোঃ নান্নু মৃধা এবং তাহসান স্টোর  মালিক  মোঃ শরিফুল ইসলাম মৃধাকে সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


এই অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনুমোদন বিহীন  অবৈধ পণ্য (ইউনানী শরবত), মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার কোমল পানীয়, প্যাকেটজাত দুগ্ধ জব্দ করে  জনসম্মুখে ধ্বংস করা হয়।


পরিচালিত এঅভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক

 সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসের সবুজ হোসেন, শৃঙ্খলায় ছিল জেলার আনসার বাহিনীর  সদস্যবৃন্দের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব