স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে এক লক্ষ বিশ হাজার টাকার দুই কেজি গাঁজাসহ মোঃ লতিফ মোল্লা (৪৫) নামে একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি), কৌশলে পালিয়েছে আরেকজন মাদক ব্যবসায়ি মোঃ লাল চাঁদ মোল্লা (৩৮)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা বৃহস্পতিবার (৪মে) গোপন সংবাদের ভিওিতে জেলার সদর থানাধীন গোপালপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ওইসময় মোঃ লতিফ মোল্লার দো-চালা টিনের বসত ঘরের ভেতর থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে এবং মোঃ লাল চাঁদ মোল্লা (৩৮) কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি হল সদর থানার গোপালপুর গ্রামের মৃত কাশেম মোল্লা ছেলে।
এছাড়াও পলাকত আসামী মোঃ লাল চাঁদ মোল্লা এর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার এফআইআর নং-২৩/৫৬৯, তারিখ-২১ নভেম্বর, ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।