স্বপন বিশ্বাস,
রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রবিবার (৯এপ্রিল) রাজবাড়ী আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি। এসময় রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বিচার বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জানাযায়, সারা বাংলাদেশে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন করা হবে।