রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণে প্রানহানির ঘটনায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিন জনের দুই দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রবিবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ নির্দেশ দেন ।
এইদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কানাগারে আটক রাখার আবেদনর করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
আদালতের নন- জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার ৯মার্চ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদনর করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।
মঙ্গলবার বিকের ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাদিক মানুষ।