ডিবির অতিরিক্ত উপকমিশনার নাজমুল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সম্পাদকীয় 6 months ago আইন সংবাদ

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেক জোর করে সই নেওয়ার অভিযোগে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) অতিরিক্ত উপকমিশনার নাজমুল হকসহ চারজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদর করা হয়েছে। 


বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুল রহমান বাদী হয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন।


বাদী পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণী টিটো শুনানি করেন। শুনানি শেষে আদালত নথি পর্যালচনার জন্য আদেশ অপেক্ষমান রাখেন।


মামলার আবেদনে অন্য আসামিরা হলেন, ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার মুকাররাম হোসেন জিমি। 


মামলার আবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্যদের পুলিশ কর্মকর্তাদের সহযোগী উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘ ব্যবসায় ছদ্মবেশে প্রতারণার’ অভিযোগ করা হয়েছে।


ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব