মানবতাবিরোধী অপরাধের মামলয় মুকুলসহ ৬ জনের রায় আজ

সম্পাদকীয় 7 months ago আইন সংবাদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ পলাতক ৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ অভিযোগে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয় ।


মো. মোখলেসুর রহমান মুকুল (৬৫) ছাড়া মামলায় অন্য আসামিরা হলেন- মো. সাইদুর রহমান রতন (৫৬), শামসুল হক বাচ্চু (৭০),  শামসুল হক ফকির (৭৫), সুলতান ফকির ওরফে সুলতান মাহমুদ (৫৮), এবিএম মুফাজ্জল হোসাইন (৭০) ও নকিব হোসেন আদিল সরকার (৬৫)।


ট্রাইব্যুনালের চেয়াম্যান বিচারপতি মো. শহিনুর ইসলামের নেতেৃত্বে তিন সদস্যের আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আাহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।


রোববার আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ সোমবার ( ২৩ জানুয়ারি) দিন ঠিক করেছেন আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ল নিউজ ২৪ কে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।


এর আগে গত ৫ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রাায় ঘোষণার জন্য  কোনো দিন অপেক্ষমাণ  (সিএভি) ঘোষণা কিরেছিলেন আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় এ রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত।


আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল।অন্যদিকে আইনজীবী গাজী এমএইচ তাতিম ছিলেন আসামি পক্ষে।


ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, এ মামলায় মোট নয়জন আসামি ছিলেন। আদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন দুইজন। কারাগারে থাকা দুইজন ও পলাতক একজনসহ মোট তিনজন মারা গেছেন। আর বাকি ছয় আসামি পলাতক।


মামলায় আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে ১০১৮ সালের ১২ জুলাই দাখিল করার পর ওই বছরের ৫ ডিসেম্বর ফরমাল চার্জ অনুষ্ঠানিক অভিযোগ ঘঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব