রাজধানীর পল্লবী থানার বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন ।
এদিন রুহুল কবির রিজভীর আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ মামলায় রুহুল কবির রিজভীসহ মোট ১৩ জন আসামি। এর মধ্যে রিজভীসহ ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই থানার এসআই রবিউল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০২২ সলের ২৯ জুন বিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এসআই নুরে আলম।
২০২২ সালে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয। এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেন পুলিশ । বর্তমানে তিনি এখন কারাগারে আছেন।