রমনা থানায় দায়ের করা মামলায় টুকু-নিপুণসহ ২৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা

সম্পাদকীয় 8 months ago আইন সংবাদ

সরকারি কাজে বাধা ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ( ডিসেম্বর) আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন। সময়ের আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হর। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের উপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব