পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রোববার (১২ মার্চ) এ রিট দায়েরের বিষয়টি ল নিউজ ২৪ কে নিশ্চিত করেন।
এ রিটে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে।
স্বাস্থ সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ঠদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমুত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্ঠদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, জনসম্মুখে থুথু ফেলা ও যত্রতত্র মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি । সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের কিছু অংশে থুথু ফেলা নিয়ে জরিমানার বিধার রয়েছে। বাংলাদেশের সার্বজনীনভাবে এ ধরনের কোন আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তবধর্মী উদ্দ্যোগ নেই।
বিষয়টি গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন থুথুু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার জন্য আবেদন করছি। প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন অনুসারে, সর্বস্থরে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ ও থুথু ফেলার শাস্তি কার্যকর করার অনুরোধ করছি।