মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাচঁ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
গত ১৬ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য আজকের এ দিন ধার্য করেন ।
গত বছরের ২৩ নভোম্বর এই মামলার রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে মমিলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষ্যমান রাখা হয়।
আদালতে ওইদিন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিনা সুলতানা চমক ও ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে আইনজীবী আব্দুস সোবহান তরফাদার, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট গাজী এইস তামিম ছিলেন আসামিপক্ষে।
এ মামলায় মোট আসামি আট জন।
তিনজন মারা গেছেন । তারা হলেন- জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ আব্দুল হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান।
গ্রেফতার হয়ে কারাগারে আছেন - মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী ।
দুই আসামি পলাতক। তারা হলেন- ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমেদ ও মো. ফখরুজ্জামান।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম- এই সাত ধরনের অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়।