আজ পহেলা ফল্গুন

সম্পাদকীয় 6 months ago জাতীয়

মো. আল-আমীন (রাকিব)

         সাব-এডিটর 

         আজ পহেলা ফল্গুন । আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কবির ভাষায় ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। হরেক রকমের বাহারি ফুল ও পত্রপল্লবে প্রকৃতি আজ বর্ণিল। বসন্তের মাতাল সমীরণে প্রকৃতিতে নিজেদের অস্তিত্ব প্রকাশ করছে টকটকে লাল রাঙা পলাশ।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথায়- ‘বসন্ত আজ আসলো ধারায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হওয়া পালিয়ে বেড়ায়, ফালগুনী মোর মন বনে ’। আসলে বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে । ডালে ডালে কোকিল। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে। এই সময় বাতাসে ফুলের রেণু ছড়ায়। প্রকৃতি হয়ে ওঠে অপরুপ।


তাই, ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসার উচ্ছল আনন্দ চারদিকেই রং ছড়াবে আজ। তরণ্য মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহাবাগ, রমনা বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল  গার্ডেন, ভোলা জেলার প্রাচীন তম দক্ষিন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যপীঠ ভোলা সরকারি কলেজ সহ পুরো বাংলাদেশ। 


১৯৫২ সালে ফাল্গুন মাসেরই ৮ তারিখে (২১ ফেব্রুয়ারি) আমাদের দেশের বীর সন্তানেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে প্রাণ বিসর্জন দেন। তাই ফাল্গুল আমাদের জন্য শোকের দিন, সেদিন থেকে ফাল্গুন আমাদের জন্য বেদনার মাসও বটে।


এদিকে আজ এ বসন্ত উৎসব ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একডেমিতে বিকাল ৪টায় নন্দনমঞ্চে বিভিন্ন কর্মসূচি নিয়ে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংগীত, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বসন্তের পোষাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক নানা আয়োজন রয়েছে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব