মো.আল-আমিন (রাকিব)
সাব- এডিটর
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ভোলা জেলা ইজতেমা । প্রবল ধর্মচেতনার উদ্দীপনা নিয়ে মুসল্লিগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। আমিন আমিন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহা সড়কের পাশে ঘুইংগার হাট ময়দানে এ জেলা ইজতেমা অনুুষ্ঠিত হয়।
লাখো মুসল্লির অংশগ্রহণে বুধবার (১ মার্চ ) শুরু হয় এবং শনিবার (৪ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে ইজতেমার আখেরি মোনাজাতে আংশ নিতে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন। সবাই আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেছেন। বিশ্ব শান্তি ও কল্যণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন, করছেন পাপ থেকে মুক্তির মিনতি। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।