সুুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট এসএম কল্লোল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এসএম কল্লোলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কল্লোল সাহেব বুধবার তার কলাবাগানের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়। সেখান থেকে তাকে সেন্টাল হাসপাতালে নিয়ে যওয়া হয়। রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের সময় পত্রিকা অফিস, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবস্থানে তার মরদেহ দাফন করা হবে।
অ্যাডভোকেট এসএম কল্লোলের স্ত্রী, এক ছেলে. এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। তার মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) পক্ষ থেকে পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।