মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি কারাগারে

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায়  ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত  দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন, মোকলেছুর রহমান মুকুল (৬৭) ও নকিব হোসেন আদিল সরকার (৬৯)।


প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমক ল নিউজ ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।


সোমবার (৩০ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তরর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।


আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমক।


এর আগে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখান ও সাভারের আশুলিয়া এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।


র‌্যাব জানায়, ময়মনসিংহের ত্রিশালের কাকচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে গুলি করে হত্যার ঘটনায় ২০১৫ সালে একটি মামলা হয়। এ মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুকুল ও নবিব সহ ছয়জনকে মৃত্যদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


২০১৫ সালে মামলা দায়েরের পরপরই আসামি মুকুল ও নবিক আত্মগোপন চলে যান।  তারা পরিচয় পাল্টে ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোনে। তবে শেষ রক্ষা হয়নি। রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যেই দুইজনকে গ্রেফতার করে র‌্যাব।


মঙ্গলবার (৩১ জনুয়ারি) দুপুরে রজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পুরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনের মৃত্যদণ্ডের রায় ঘোষণা করেন আন্তরজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল।


এ মামলায় মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন দুজন। কারাগারে থাকা দুজন ও পলাতক একজন সহ মোট তিনজন মারা গেছেন। বাকি ছয়জনের মৃত্যুদণ্ড হয়।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোখলেছুর রহমান মুকুল, সােইদুর রহমান রতন, শামসুর হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নকিব হোসেন আদিল সরকার।


গত ২৩ জানুয়ারি রায় ঘেষণার সময় আসামিরা সবাই পলাতক ছিলেন। এরমধ্যে গত সোমবার (৩০ জানুয়ারি) দজনকে গ্রেফতার করা হয়। তাদের আজ কারাগারে পাঠান আদালত। এখনো দণ্ডপ্রাপ্ত বাকি চার আসামি পলাতক আছেন।




Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব