নিজস্ব প্রতিবেদন
ল নিউজ ২৪
মোটরবাইক পদ্মাসেতুতে চলাচলর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি
মো. খসরুজ্জামান ও বিচারপতি মো,
ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের
পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগামার ও সহকারী অ্যাটর্নি
জেনারেল সেলিম আজাদ ছিলেন রাষ্ট্রপক্ষে।
পদ্মা
সেতুতে এর আগে মোটরবাইক
চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
দায়েল করা হয়। রিটে
মোটরবাইক পদ্মা সেতুতে চলাচল নিষিদ্ব করে সরকারের সিদ্বান্তের
বেধতা চ্যালেঞ্জ করা হয়।
বাংলাদেশ
রিপাবলিক্যাল পার্টি নামে একটি সংগঠনের
চেয়ারম্যান আবু হানিফ হৃদয়
জনস্বার্থে এ রিট দায়েল
করেন। যাত্রাবাড়ীর বাসিন্দা তিনি।
সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের
সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের
রিটে বিবাদী করা হয়।
ল নিউজ ২৪ কে নিশ্চিত
করেন বৃহস্পতিবার রিটকরী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিট দায়ের করার
এ
বিষয়টি । গত বছরের ২৭
জুন পদ্মা সেতুতে মোটরবাইক চলাচল নিষিদদ্ধ ঘোষণা করে সরকার। ২৬
জুন রাতে তথ্য অধিদপ্তরের
এক তথ্যে বিষয়টি জানানো হয়েছে।