চট্টগ্রামে মা-ছেলে জোড়া খুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সম্পাদকীয় 6 months ago আইন সংবাদ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পাতানো ভাইয়ের হাতে মা-ছেলে খুনের মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালতে সাক্ষ্যগ্রহন শুরু হয়।


মামলার বাদী ভিকটিমের মেয়ে ময়ূরী বেগমের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। তিনি আদালতে তার মা ও ছোট ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দেন।


বাদীপক্ষের  আইনজীবী অ্যাডভোকেট এ এম  জিয়া হাবীব আহ্সান ল নিউজ ২৪ কে এ তথ্য জানিয়েছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট চান্দগাঁও কসাইপাড়া এলাকার মো. সিরাজের ছেলে মো. ফারুকের হাতে খুন হন গুলনাহার ও রিফাত। ঘটনায় পরদিন ২৫ আগস্ট গুলনাহার বেগমের মেয়ে পোশাককর্মী ময়ূরী আক্তার বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


ওই বছরের ১ অক্টোবর র‌্যাবের হাত গ্রেফতার হন ফারুক। এরপর জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন , সে গুলনাহার বেগমকে পাতানো বোন ডেকেছেন । বাগবিতক্তার জেরে গুলনাহারকে খুন করেন ফারুক। খুনের ঘটনা দেখে ফেলায় গুলনাহারের ৯ বছর বয়সী শিশুপুত্র রিফাতকেও খুন করা হয়। 


পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। এরপর মামলাটি বিচারের জন্য দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গেলে বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব