ল নিউজ ২৪ ডট কম: পাওয়ার ডেভেলপ অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানী উচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ১ (এক ) মাসের মধ্যে বকেয়া পাওনা বাবদ ২ কোটি টাকা মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টকে এই টাকা দিতে বলেছে হাইকোর্ট। এই টাকা পরিশোধ করবে পাওয়ার ডেভেলপ অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ।
মঙ্গল বার ( ১১ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো: বশিরুল্লাহর হাইকোর্ট বেঞ্ঝ রুল সহ এই আদেশ প্রদান করেন।
আদালতে রীটের পক্ষে শুনানী করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাতার হোসেন সাজু। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো: আসিফ ইকবাল ও ব্যারিস্টার সামিউল ইসলাম জুয়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি জেনারেল সামিরা তারান্নুম মিতি।