ল নিউজ ২৪ ডট কম: গাজীপুর আাদালত পরিদর্শনে গিয়ে গাজীপুর লিগ্যাল এইড কার্যালয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটি বিরোধ আপস-মীমাংসার মাধ্যেমে নিস্পত্তি করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব । উক্ত সভায় স্বামী- স্ত্রী ও তাদের স্বজনদের উপস্থিতিতে সাতটি শর্তে বিরোধ নিস্পত্তি করেন।