ল নিউজ ২৪.কম: তথ্য আইন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্য প্রদান ইউনিট চালু করতে যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টে তথ্য প্রদান ইউনিট চালু করতে যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেতে নির্দেশ কেন দেয়া হবেনা - তা জানতে চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদোর এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিটের বিষয়ে প্রাথমিক শুনানী শেষে রোববার ( ৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্ধয়ে গঠিত বেঞ্ঝ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে আইনজবিী ছিলেন মুহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল বিপুল বাগমার।