প্রতিকী ছবি
প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ সামোয়া। অর্পূব সুন্দর এই দেশে রয়েছে কঠোর এই নিয়ম। স্ত্রীর জন্মদিন ভুলে গেলে এই দেশে স্বামীদের কপাল পোড়ে।
সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত দণ্ডনীয়। স্ত্রী যদি থানায় এই নিয়ে অবিভোগ দায়ের করেন, তাহলে স্বামীর শাস্তি অবধারিত। শাস্তি দিয়ে আসলে তাকে সংশোধন করারই চেষ্টা করা হয়।