হাইকোর্ট এর নির্দেশ সন্তানের অভিভাবকত্ব মামলা নিষ্পত্তির সময়সীমা ছয় মাস

সম্পাদকীয় 1 year ago প্রচ্ছদ

ল নিউজ ২৪.কম: হাইকোর্ট নির্দেশ দিয়েছে পারিবারিক আদালতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিচারাধীন মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে । রবিবার (৭ নভেম্বর) এক রিট মামলার চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
২০১১ সালে রংপুরের মেয়ে ও রাজশাহীর এক ছেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাদের ঘরে আসে এক কন্যাশিশু। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে শিশুটির মা পারিবারিক আদালতে মামলা করেন। শিশুটি তার বাবার কাছে ছিল। এ অবস্থায় শিশুটিকে ফিরে পেতে চলতি বছর হাইকোর্টে রিট করেন মা।
আদালতে মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। শিশুটির বাবার পক্ষেছিলেন ফৌজিয়া করিম ফিরোজ।
এ রায় বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব