সাইদীকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় শরীয়তপুরের ছাত্রলীগ নেতা বহিস্কার

সম্পাদকীয় 2 days ago প্রচ্ছদ

মো.বোরহান, শরীয়তপুর প্রতিনিধি, 


মানবতাবিরোধী অপরাধের মামলায় অমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাইদীকে নিয়ে সামাজিক যোগাযোগ  মাধ্যমে পোস্ট করায় দলীয় শৃঙ্খলা ভগ্নের অভিযোগে শরীয়তপুরের  গোসাইরহাটের শাকিল খান নামে এক ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।  

গতকাল (২৩) আগস্ট  গোসাইরহাট উপজেলা  ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয়  ছাত্রলীগের কমিটির বরাবর সুপারিশ করা হয়।  পরে কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিস্কার করেন।

বহিষ্কাকৃত শাকিল খান গোসাইরহাট  উপজেলার নলমুড়ি ইউনিয়ন  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  ও সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক  হিসেবে  দায়িত্বে  ছিলেন।  দলীয় সুত্রে জানা যায়  সম্পতি মানবতাবিরোধী  অপরাধে আমৃত্যু  কারাদন্ড   প্রাপ্ত জামায়ত নেতা দেলোয়ার হোসেন সাইদীর মৃত্যু হ। এরপর ওই ছাত্রলীগ নেতা  শাকিল খান  দলরয় শৃঙ্খলা ভগ্ন করে তার মৃত্যুতে সামাজিক যোগাযোগে মাধ্যমে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করেন। তিনি গত রবিবার  আবারো  তার ফেসবুকে  একটি স্ট্যাটাস দেন। সেখানে  তিনি পোস্ট  করেন,  যে দলে কোন মানুষের  মৃত্যুতে শোক জানালে বহিষ্কার হতে হয়,  সে দল মুসলমানদের  দল হতে পারে না।  এ পোস্টটি স্থানীয় ছাত্রলীগের নেতাদের  নজরে আসলে বুধবার সন্ধায়  শাকিল খান কে  ছাত্রলীগ ইউনিয়ন  ও কলেজ  শাখা দুইটি কমিটি পদ থেকে  সাময়িকভাবে বহিষ্কার করা হয়।  এ বিষয়ে  সরকারি শামসুর রহমান  কলেজ শাখা ছাত্রলীগের  সভাপতি হাবিবুর রহমান রাজু বেপারি বলেন,  অমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়তনেতা সাইদীর মৃত্যুতে তার পক্ষে নিয়ে  শাকিল খান পোস্ট করে আসছিলেন। বিষয়টি আমাদের সংগঠনের শৃঙ্খলা ভগ্নের সামিল। তাই তাকে কলেজ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব