রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মো. শিপন হাওলাদার (৪১) নামে ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে হাতিরঝিল থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার শিপন হাওলাদারের বিরুদ্ধে ঢাকা মহানগরীর কদমতলী থানায় ২০১৬ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১১ মে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি শিপন দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।
গ্রেফতারের পর শিপনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।