টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন।
বুধবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহা সড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল।
যাত্রাপথে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহা সড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসটির সাথে সংঘর্ষ হয়।
এই সময় বাস ও অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এই ঘটনায় সিএনজি চালকসহ ৬ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ২ জন নিহত হয়।
উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।