ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত

সম্পাদকীয় 3 weeks ago প্রচ্ছদ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটর সাইকেল  মুখোমুখি সংঘর্ষে লালমোহন হাসপাতালের সহকারী সার্জন হিল্লোল দে মারা গেছেন।  বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১ টায় কুঞ্জেরহাটের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় ফরাজি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 


লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ডা হিল্লোল দে কুঞ্জেরহাটের নিজ বাসা থেকে মোটার সাইকেল যোগে কর্মস্থল লালমোহন হাসপাতাল যাচ্ছিলেন। ফরাজি বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চিকিৎসক  হিল্লোল এর মোটর সাইকেলটি ধুমরে মুচরে যায়। তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও কেউ আটক হয়নি।


নিহত হিল্লোলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায়। তিন মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব