চট্টগ্রাম থেকে নোয়াখালীর যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নোয়াখালীতে ৯০০ পিস ইয়াবাসহ ছারা বেগম (২৩) ও রাহিমা বেগম (৫৫) নামে দুই নারী মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর চৌরাস্তা থেকে মাইজদী যাওয়ার পথে চৌরাস্তা সিএনজি স্টেশনের সামনে এ অভিযান চালায় ডিবি।
গ্রেফতার দুই নারী হলেন, চট্রগ্রাম জেলার লোহাগড়া থানার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. শাহজাহানের স্ত্রী ছারা বেগম (২৩) ও একই এলাকার আব্দুস ছালামের স্ত্রী রাহিমা বেগম (৫৫)।
জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে তা নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত ওই দুই নারী। শুক্রবার বিকেলে তারা ৯শ পিস ইয়াবার একটি চালান নিয়ে বাসে করে যাত্রীবেশে নোয়াখালীর উদ্দেশ্যে আসছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এসময় তলাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।