সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত ড্রামা সিরিয়াল ‘বুকের মধ্যে আগুন’র প্রচার বন্ধে রুল

সম্পাদকীয় 4 months ago প্রচ্ছদ

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর জীবনী ও মৃত্যুরহস্য নিয়ে কল্পিত ঘটনার পটভ‚মিতে নির্মিত ড্রামা সিরিয়াল ‘বুকের মধ্যে আগুন’র প্রদর্শন বন্ধ করতে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের এ রুল জারি করেন।


সালমান শাহ’র মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন আইনজীবী একে খান উজ্জ্বল, এম রহমান রাহাত বিরজা বালা ও শারমিন রহমান।


আইনজীবীরা বলেন, বুকের মধ্যে আগুন ড্রামা সিরিয়ালে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে।


ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এ আট পর্বের এই ড্রামা সিরিয়াল প্রচারিত হচ্ছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব