চট্রগ্রামের বন্দর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জন গ্রেফতার

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

চট্টগ্রাম সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানার সার্বিক দিকনির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে,এস আই কিশোর মজুমদার সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় গত (১৮জুন) নগরীর  বারিক মিয়া স্কুল রোডস্থ নবী কলোনীতে  পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মোট ১০জন কে আটক করেছে। 


আটককৃতরা হলেন-মো: আজিজ,শাহপরান, মোঃ ইউসুফ,  মোঃ আবুল কাশেম,  ফরহাদ, শিপন, মেহেরাব হোসেন সৌরভ,  নাসির উদ্দিন, মোঃ মিলন ও সজিব পুলিশের অভিযানে আটক হন।


আটককৃতদের বন্দর থানার অধর্তব্য মামলা নং-১৩২/২০২৩ইং, তাং-১৮-০৬-২০২৩ ইং দায়ের করা হয়েছে বলে কর্তব্যরত ডিউটি অফিসার সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব