পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়চরকাজল এলাকা থেকে সজীব খান ও লিটন এবং পৌরসভার খেয়াঘাট থেকে আতিকুল ও আরিফ নামের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানাযায় গলাচিপা উপজেলা চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়চরকাজল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে চরশিবা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোক্তার, এএসআই সুধন ও তাদের সঙ্গে চৌকস ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজীব খান (৩১)ও মসিউর রহমান লিটন(৪০)কে ৩ শত ৬০ পিচ ইয়াবা মাদক সহ হাতেনাতে আটক করা হয়। সজীব খান ও লিটন বহুদিন যাবত এই মাদকের ব্যবসা করে আসছেন এবং লিটনকে টেকনাফ থেকে ২৫ হাজার ইয়াবা সহ একবার আটক করা হয়েছিলো বলে জানান।
এছাড়াও গলাচিপা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদার এর পরিচালনায় সঙ্গে ফোর্সসহ অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (২১) ও আরিফ হোসেন(১৯) নামের দুইজনকে ৫শত পিচ ইয়াবা মাদক সহ হাতেনাতে আটক করে। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন আমরা আসামীদের গ্রেফতার করেছি এবং মোট ৮শত ৬০ পিচ ইয়াবা পেয়েছি। আসামীদের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারনিক-১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।