রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত আসামির তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার মামলা নং- ১৭,  ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী সুফল বিশ্বাস(৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


গ্রেফতার আসামীর তথ্যমতে  বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর নেতৃত্বে অফিসার সঙ্গীয় ফোর্সের সদস্যরা রবিবার (২১মে) রাত পনে দুইটার সময় থানার সমাধীনগর বাজারে অভিযান পরিচালনা করে। 


ওইসময় বাজারের সার্বজনীন দূর্গা মন্দির ও আশ্রমের মালিকাধীন টিন সেটের দুই ঘরের মাঝে ইটের স্তুপের মধ্যে থেকে ১টি  প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে।


ওইসময় ব্যাগের ভিতর  থেকে  একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটারগান, দুটি কার্তুজ,  একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।


গ্রেফতার আসামি হল মধুখালী থানার জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাস ছেলে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব