রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৬টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

সম্পাদকীয় 4 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, 

প্রতিনিধি  রাজবাড়ীঃ

রাজবাড়ীতে  বিভিন্ন আইন বাস্তবায়নে ৬টি প্রতিষ্ঠানকে ৯০০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে  বুধবার (৫ এপ্রিল ) জেলার পাংশা উপজেলার বাসষ্ট্যান্ড বাজার  ও ষ্টেশন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওইসময় সরকারী আইন  ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।


অভিযানে জিল্লু হোটেল মালিক জিল্লু বিশ্বাস কে বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ আইন ২০১৩ এর ৭ ধারা লঙ্ঘনে ১৯ ধারায় ২০০০টাকা,


মেসার্স জলিল ট্রেডার্স এর মালিক মোঃ সাইদুর রহমান অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘনে ৬ ধারায় ৩০০০ টাকা ও কৃষি বিপণন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন ব্যবসায়ীকে ৪০০০টাকা, সর্বমোট ৯০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


সহযোগিতার ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা মার্কেটিং অফিসার মোঃআকমল হোসেন, রাজবাড়ী  সদর পুলিশ লাইনের পুলিশের  একটি টিম, ডিসি অফিসের পেসকার মোঃ রাজু আহম্মেদ।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব