পদত্যাগপত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরী।
সোমবার ( ১৩ মার্চ) সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যগপত্র জমা দেন অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরী।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির এ পদত্যগপত্র জমা দেওয়ার বিষয়টি ল নিউজ ২৪ কে নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনার পদত্যগপত্র জমা দিয়েছেন।
তবে একাধিক সূত্র ল নিউজ ২৪ কে জানায়, নির্বাচনের ভোট গণনায় ইলেকট্রনিক মেশিন প্রবর্তন, ব্যালট পেপার ছাপানো নিয়ে মত বিরোধের জেরে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সম্পাদক আব্দুন নুর দুলাল কোন মন্তব্য করতে রাজি হননি।