মোঃ শিবলু রহমান
শাজাহানপুর (বগুড়া) থেকে,
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেনের দীর্ঘদিন জমি সংক্রান্তে বিরোধ চলে আসছে। শনিবার বিকেল ৫টার দিকে আমজাদ হোসেনের স্ত্রী আশরাফুন বাড়ির গাছে পানি দিচ্ছিলেন। এ পানি গড়িয়ে দেবরের বাড়ির ভেতর প্রবেশ করে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেবর আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবি আশরাফুনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যার ঘটনায় তার স্বামী আমজাদ হোসেন থানায় মামলা করেন।
নিহত গৃহবধূর মেয়ে হাবিবা বলেন, মা গাছে পানি দিচ্ছিলেন। কিছু পানি চাচার বাড়িতে প্রবেশ করে। আমার চাচা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।