সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন ২০২৩

সম্পাদকীয় 5 months ago আইনজীবী সমিতি নির্বাচন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 


নির্বাচনী তফসিল অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া ও আগামী ৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। 


কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 


 এই  নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করবেন সিনিয়র অ্যাডভোকেট বিচারপতি মনসুরুল হক চৌধুরী। 


এই নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল ইতিমধ্যে ঘোষণা করেছে। 


এর আগে গত (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেলের মনোনয়ন ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।


গতকাল শনিবার (৪ মার্চ ) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের মনোনয়ন ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।


বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেল মনোনিত প্রার্থী : 


সভাপতি: সিনিয়র অ্যাডভোকেট  মো: মমতাজউদ্দিন ফকির

সহ সভাপতি (১)- অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম

সহ সভাপতি (২)- অ্যাডভোকেট জেসমিন সুলতানা

 সম্পাদক- অ্যাডভোকেট  মো: আবদুন নুর দুলাল

ট্রেজারার - অ্যাডভোকেট এম মাসুদ আলম চৌধুরী

সহ- সম্পাদক (১)- অ্যাডভোকেট নুরে আলম উজ্জ্বল

সহ- সম্পাদক (২)- ব্যারিস্টার মো: হারুনুর রশিদ


সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট মো: সাফায়েত হোসেন সজীব, অ্যাডভোকেট মহিউদ্দীন রুদ্র, অ্যাডভোকেট মো: শফিক রায়হান শাওন, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, ব্যারিস্টার নাজমুল হুদা স্বপন, অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন ও মো: মনিরুজ্জামান রানা।


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  (ঐক্য) প্যানেল মনোনিত প্রার্থী : 


সভাপতি: ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন

সহ সভাপতি (১)-  অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু 

সহ সভাপতি (২) - অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্য

সম্পাদক- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

কোষাধক্ষ্য - অ্যাডভোকেট রেজাউল করিম 

সহ- সম্পাদক (১) -  ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

সহ- সম্পাদক (২)- অ্যাডভোকেট মো. আব্দুল করিম


সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রাসেল আহমেদ, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব