এম.নাসিরউদ্দিন তিজো,
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানে নারী নির্যাতন অপরাধে এক আসামীকে সর্বোচ্চ ১৪বছর কারাদণ্ড ও ১০০০/-এক হাজার টাকা জরিমানা দিয়েছে বান্দরবান দায়রা জজ আদালত।
গত বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরের দিকে বান্দরবান দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষনা দিয়েছে। ১৪বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন (নিবর্তক শাস্তি), ১৯৮৩- এর ৪সি ধারার অপরাধে সর্বোচ্চ সাজা ১৪বছর কারাদণ্ড পাওয়া আসামী হলেন, ১.মোঃ সোনালী,পিতা-আঃজব্বার উল্লাহ সাং হলুদিয়া পালং,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার। আসামীর দেশ বাংলাদেশ, তার বিরুদ্ধে নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) ১৯৮৩-এর ৪সি ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৪বছর সশ্রম কারাদণ্ড এবং ১০০০/-(এক হাজার)টাকা জরিমানা করা হয়েছে।
বান্দরবান জেলাও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও বেঞ্চ সহকারী আবছার এ তথ্যটি নিশ্চিত করেছে।
রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ ইকবাল করিম উপস্থিত পাবলিক প্রসিকিউটর বলেন ১৪বছর সাজা প্রাপ্ত আসামী নারী নির্যাতন ট্রাইব্যুনাল অপরাধে সাক্ষ্য প্রমান হয়েছে নিশ্চিত বলে আদালত আসামীকে ১৪বছর ও (এক হাজার) টাকা জরিমানা দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।