৪১ যমজকে ভর্তিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালতে এ আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকা রয়েছে।
রিটকারীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানা ল নিউজ ২৪ কে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩১ জানুয়ারি হাইকোর্ট ৪১ সহোদরকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ দিয়েছেলেন।
ওই ৪১ শিক্ষার্থীর পক্ষে অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে ওইদিন হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও আইনজীবী শফিকুর রহমান। রাস্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি
জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ।
আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন , বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর/ জমজ ভাই-বোন যদি একই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই- বাচাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে। দুই শিশুর সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরে। সমস্যা হচ্ছে গত বছর ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরপ করে। কিন্তু এই শিক্ষর্থী ভর্তির আবেদর করেছে পরিপাত্র জারির আগে। যে কারণে দুই শিশুর মা পরিপাত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।
সংশোধিত নীতিমালা ১৪ বিধির এ ভতিচ্ছু শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করে ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।