জেমস ভিন্সরা জিতে নিলেন আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ট্রফি

সম্পাদকীয় 6 months ago খেলাধুলা

সংযুক্ত আরব আমিরাতে এক মাসের ক্রিকেট উৎসবের পর্দা নামল রোববার । জেমস ভিন্সরা জিতে নিলেন ট্রফি।  দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৭ উইকেটে হারিরেয়ে প্রথম আইএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে গালফ জায়ান্টস। 


গালফের লক্ষ্য ছিল ১৪৭ রান। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছিল তাদের। ২৬ রানে ২ উইকেট হারানোর পর ক্রিস ‍লিন ও গেরহার্ড এরাসমাস তৃতীয় উইকেটে হাল ধরেন। তাদের জুটিতে যোগ হয় ৭৩ রান। ১৫তম ওভারে এরাসমাসকে (৩০) টম কারানের ক্যাচ বানিয়ে ডেজার্টের কিছুটা আশা জাগান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৪ বলে ৪২ রান দরকার ছিল গালফের। তবে লিনকে সঙ্গে নিয়ে শিমরন হেটমায়ার ঠান্ডা মাথায় ক্রিজে সময় কাটান। দুজনে ১৭ তম ওভারে ১৮তম ওভারে ১৬ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন। ১৯ তম ওভারে হেটমায়ার জয়সূচক শট খেলে গালফকে উল্লাসে মাতান।


এই প্রথম আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হলেন গালফ জায়ান্টস। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব