বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটি গঠন নির্বাচন ২০২৩-২৪ এর ফলাফল প্রকাশ। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদে পুর্ণাঙ্গ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।
গত ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন,
অ্যডভোকেট ফয়জুল হক ফয়েজ (সভাপতি), অ্যডভোকেট সালাউদ্দিন শিপু (সহ-সভাপতি ১ম), অ্যডভোকেট কৃষ্ণপদ মুখার্জি (সহ-সভাপতি ২য়),অ্যডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি ( সম্পাদক), অ্যডভোকেট আনোয়ার হোসেন মিজান (অর্থ সম্পাদক), অ্যডভোকেট মোল্লা গিয়াস উদ্দিন তমাল ( যুগ্নসাধারণ সম্পাদক ১ম), অ্যডভোকেট মো. হুমায়ুর কবির খান ( যুগ্নসাধারণ সম্পাদক ২য়), অ্যডভোকেট সোলাইমান আহমেদ আমান (কার্যনির্বাহী সদস্য ১ম), অ্যডভোকেট মাইনুল হাসান সোহাগ (কার্যনির্বাহী সদস্য ২য়), অ্যডভোকেট মো. জালাল আরিফিন (কার্যনির্বাহী সদস্য ৩য়), অ্যডভোকেট সঞ্জীব কুমার সরকার (কার্যনির্বাহী সদস্য ৪র্থ)
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার ।