চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পাতানো ভাইয়ের হাতে মা-ছেলে খুনের মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালতে সাক্ষ্যগ্রহন শুরু হয়।
মামলার বাদী ভিকটিমের মেয়ে ময়ূরী বেগমের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। তিনি আদালতে তার মা ও ছোট ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহ্সান ল নিউজ ২৪ কে এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট চান্দগাঁও কসাইপাড়া এলাকার মো. সিরাজের ছেলে মো. ফারুকের হাতে খুন হন গুলনাহার ও রিফাত। ঘটনায় পরদিন ২৫ আগস্ট গুলনাহার বেগমের মেয়ে পোশাককর্মী ময়ূরী আক্তার বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ১ অক্টোবর র্যাবের হাত গ্রেফতার হন ফারুক। এরপর জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন , সে গুলনাহার বেগমকে পাতানো বোন ডেকেছেন । বাগবিতক্তার জেরে গুলনাহারকে খুন করেন ফারুক। খুনের ঘটনা দেখে ফেলায় গুলনাহারের ৯ বছর বয়সী শিশুপুত্র রিফাতকেও খুন করা হয়।
পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। এরপর মামলাটি বিচারের জন্য দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গেলে বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।