উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) তে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

সম্পাদকীয় 6 months ago জাতীয়

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫. ৯৫ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪. ৩১ শতাংশ। 


বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবগিচায় আন্তরর্জাতীক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ মম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।


এর আগে বেলা ১১ টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে সকল বের্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।


ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন। রজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন ।বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬. ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭. ০৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।


এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.০২ শতাংশ , জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৫ জন। 


মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৫৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন।


গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইসএসসি ও সমমানের পরিক্ষা। ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব