ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেফতার ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের করাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন-- মো. সাইদ উল্লাহ, মো. মোশারেফ হোসেন, শহিদুল্লাহ মজুমদার ও ক্যােপ্টেন ( অব.) হাবিবুর রহমান।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন শুক্রবার ( ২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চত করেছেন ।
আলমগীর হোসেন বলেন, ব্যাংক খাত নিয়ে গুজব ছড়ানোর মামলায় গত বৃহস্পতিবার চার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেড আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।
এর আগে গত বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।