সহযোগী অধ্যাপক পদ অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন : হাইকোর্ট

সম্পাদকীয় 8 months ago আইন সংবাদ

সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা: ২০১৮বিধি সহযোগী অধ্যাপকপদ অন্তর্ভুক্ত করার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন রুল জারি করেছেন হাইকোর্ট।



বুধবার (২১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব (মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (বেসরকারি শাখা) উপসচিবকে (অতিরিক্ত দায়িত্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ২০১৮ সালের ৩১ জুলাইসরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮শিরোনামে গেজেট জারি করে।


বিধিমালার নম্বর বিধিতে বলা হয়, () নিয়োগকারী কর্তৃপক্ষ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক কোনো নির্বাচিত বেসরকারি কলেজে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের তারিখে সংশ্লিষ্ট কলেজের-() অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক প্রভাষক পদে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষকগণকে, যথাক্রমে অধ্যক্ষ (নন-ক্যাডার), উপাধ্যক্ষ(নন-ক্যাডার), সহকারী অধ্যাপক (নন-ক্যাডার) প্রভাষক (নন-ক্যাডার) হিসেবে এবং () কর্মচারীগণকে স্ব স্ব পদে, উক্ত কলেজে সরকারিকরণের তারিখ হতে, বিধি এর বিধান সাপেক্ষে, আত্তীকরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করিবে।

আইনজীবী মাসুদ রানা জানান, এই বিধিতে সব পদের কথা থাকলেও সহযোগী অধ্যাপক পদের কথা নেই। এখন যেসব শিক্ষক বেসরকারি কলেজে এই পদে কর্মরত আছে তাদের কি হবে? তাই সরকারিকরণের প্রক্রিয়ায় থাকা রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজের ছয়জন শিক্ষকসরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮বিধি সহযোগী অধ্যাপক পদ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট করে।


ছয় শিক্ষক হলেন- সিদ্বেশ্বরী গার্লস কলেজের সহযোগী অধ্যাপক . মোহাম্মদ এমরান হোসেন, মনোজ কুমার পাল, রুহুল কুদ্দুস মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ সাদেকিন রহমান ভূঁইয়া, মো. হোসেন আলী মোহাম্মদ আসাদুজ্জামান।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব