ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মনিরুল শেখ ও ইমামুল কবির।
সোমবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষেআদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক ন‚রনাহার খাতুন।অপরদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। জামিনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৯ জুলাই সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভ‚ঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন।