ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে করা দুদকের মামলার রায় ২১ জুন

সম্পাদকীয় 2 months ago আইন সংবাদ

পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে করা দুদকের মামলার রায় ঘোষণার জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।


সোমবার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো মঞ্জুরুল ইমামের আদালত এ আদেশ দেন। 


এদিন আদালতে উভয় পক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এদিন আসামি (ডিআইজি) মিজানকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি তার ছোট ভাই মাহাবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান আদালতে হাজিরা দেন । তবে তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করেছেন আদালত। 


মামলাটিতে এ নিয়ে চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহন শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম। 


এদিন আসামি মিজানুর রহমান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। 


এ মামলায় ‍ডিআইজি মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহাবুবুর রহমান পলাতাক রয়েছে।


২০২০ সালের ২০ অক্টোবর ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। 


অপর আসামিরা হলেন, ডিআইজি মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও তার ভাগ্নে মাহমুদুল হাসান। 


২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে  (ঢাকা-১) দুদকের পরিচালক মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার অবৈধ সম্পদ ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব