নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ এপ্রিল দিন ধার্য় করেছেন আদালত

সম্পাদকীয় 5 months ago আইন সংবাদ

আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির পিছিয়ে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।


বুধবার (১মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।


এদিন আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন।এদিন মামলার প্রয়োজনীয় নথি না পাওয়ায় শুনানি পেছানোর জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন গ্রহণ করে আগামী ৯ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন আদলাত। 


খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


মামলার সূত্রে জানা গেছে,কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুনীতির অভিযোগে ২০০৭ সারের ৯ ডিসম্বর দর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহাবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনেরা বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।


২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় । এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রয় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।


মামলার অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (প্রয়াত), সাবক জ্বালিনি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ( প্রয়াত), সে সময়ের প্রধানমন্ত্রীর মাখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব কন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান,ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন,ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশানের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিন এশিয়া- বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব