জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করেছেন আদালত। জাপা থেকে বহিষ্কৃত নেতা সাবেক এমপি জিয়াউল হক মৃধার করা এ মামলায় বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহারের বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দলীয় কার্যক্রমে জি এম কাদেরের নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করেন। পরবর্তী সময়ে লিখিত জবাব দাখিল ও মূল মামলার শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।